সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়ার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুব কম। অধিকাংশ ভোটকেন্দ্রই ফাঁকা।
কলারোয়া পাইলট হাইস্কুল কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭৯৩ জন। বেলা ১১টা পর্যন্ত ৪টি বুথে ভোট পড়েছে মাত্র ৮০টি। ভোটারদের লাইন পুরোটাই ফাঁকা। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত হোসেন সকাল সাড়ে ৮টার দিকে এই কেন্দ্রে ভোট দিয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী উড়োজাহাজ প্রতীকের প্রার্থী কাজী আসাদুজ্জামান সাহাজাদা তুলসীডাঙ্গা কেন্দ্রে ভোট দিয়েছেন।
ঝিকরা ৪ ও ৫নং কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৪৭৯ জন। এ পর্যন্ত ভোট দিয়েছেন ৩১০ জন। উপজেলার দেয়াড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮৪৬ জন। ভোট পড়েছে মাত্র ৯০টি। খোদ্দ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২৪৮৪ জন। ভোট পড়েছে ৯৮টি। বেলা ১১টার দিকে কলারোয়া পাইলট হাইস্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৭/মাহবুব