মেহেরপুরে 'সোনালী আঁশের দেশ, পাট পণ্যের বাংলাদেশ' এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসসহ পাট চাষীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা