মাদারীপুর জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে কালকিনি উপজেলার ডাসারের সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ।
ভাল ফলাফলসহ ১৬টি ক্যাটাগরিতে সন্তোষজনক সাফল্য অর্জন করতে সক্ষম হওয়ায় মাদারীপুর জেলা যাছাই বাছাই কমিটি ২য় বারের মতো কলেজটিকে শ্রেষ্ঠ কলেজ হিসেবে ঘোষণা করে।
কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক শিব পদ মন্ডলকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।
এলাকার নারী শিক্ষা ত্বরান্বিত করতে ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক যোগাযোগমন্ত্রী বিশষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আবুল হোসেন। বর্তমানে কলেজটিতে আড়াই হাজার ছাত্রীকে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৭/ফারজানা