ট্রেনের ইঞ্জিনের কোনো ক্রটি বা জরুরি অন্য কোনো সমস্যা ছিল না। জানা যায়, শুধু সিগারেট কিনতে তেলবাহী ওই ট্রেনটি থামালেন দায়িত্বজ্ঞানহীন চালক। আজ সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেইটে এ ঘটনা ঘটে।
মালঞ্চি রেলগেইটের গেইটম্যানের দায়িত্বে থাকা মকব্বর হোসেন জানান, গেইটম্যান মেহেদী অসুস্থ থাকায় তার স্থলে দায়িত্ব পালন করছিলেন তিনি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে নাটোরের দিক থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন দেখে রেলগেইট বন্ধ করে দেন তিনি। কিন্তু ট্রেনটি গেইটের সামনে এসে হঠাৎ থেমে যায়। এ সময় ওই ট্রেনের ইঞ্জিন থেকে একজন নেমে এসে রেলগেইটের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে আবার উঠে যান। প্রায় তিন মিনিট ট্রেনটি এভাবে দাঁড়িয়ে থাকে। একসময় গেইটের দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী বলেন, তেলবাহী ৯৮২ নম্বর ট্রেনটি ১০টা ৫ মিনিটে নাটোর থেকে ছেড়ে যায়। পথের মাঝে এভাবে ট্রেন থামানোর কোনো নিয়ম নেই।
চালক অযৌক্তিকভাবে পথে ট্রেন থামিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দোষীকে রেলওয়ে আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার