খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম, পৌর মেয়র মো: রফিকুল আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
র্যালি শেষে টাউর হলে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। পৃথকভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইভাবে হাসপাতালের হলরুমে ড.জয়া চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের আর.এম.ও ড.নয়নময় ত্রিপুরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল