ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির ১৬ বস্তা চাল একটি দোকান থেকে উদ্ধার করেছে ভালুকা মডেলথানা পুলিশ। পরে শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতে তাদেরমোট ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দের বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার আবুল কালাম আজাদের কাছ থেকে ৫০ কেজির ১৬ বস্তা চাল সড়িয়ে বাবুল মিয়ার দোকানে রাখা হয়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে ভালুকামডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার উথুরা ইউনিয়নের চাঁন্দেরবাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার দোকান থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০ কেজি ওজনের ১৬ বস্তা চাউল উদ্ধার করেন।
এ সময় জড়িত থাকার সন্দেহে ডিলারের ভাগিনা লিটন সিকদার ও দোকান মালিক বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ মোহাম্মদ জাকির ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় আটকৃত দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০হাজার টাকা জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২