ময়মনসিংহের ভালুকায় রুমা আক্তার(১৮) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত রুমা আক্তার(১৮) উপজেলার কাঠালী গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়া এলাকায়। নিহতের মা হবিরবাড়ি এলাকার মতিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টস্ এ চাকরি করে।
ভালুকা মডেল থানার ওসি(অপারেশন) ফয়েজুর রহমান জানায়, এলাকাবাসী একটি কাঠাল গাছে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারন জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯