কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল মাসুদ প্রকাশ জহির(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে আটক করেছে পুলিশ। সে খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাপাহাড় এলাকার মৃত আনোয়ারুল হকের পুত্র।
চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড থেকে ব্যাগভর্তি ৪৯ বোতল ফেনসিডিলসহ জহিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০