ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, কেন্দ্রীয় যুব লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, যুগ্ন সম্পাদক সোহেল পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, সদর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা এসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগকে এক যোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া জাাতির পিতার সোনার বাংলা গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নৌকাকে আবারো জয়ী করার আহবান জানান।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল