২০১৫ সালের মার্চ মাসে পঞ্চগড়ে ডুয়েল গ্রেজে রুপান্তরের কাজ শেষ হয় । ট্রায়ালও দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্রুত আন্তঃনগর ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছেন। কিন্তু চালু হয়নি ট্রেন। মিটার গ্রেজের এই রেল লাইনটিকে ডুয়েলগ্রেজে রুপান্তর করে স্টেশনটির আধুনিকায়নের কাজ শেষ হওয়ারও পেরিয়েছে প্রায় একটি বছর। কিন্তু এখনো আসেনি পঞ্চগড়বাসীর সেই স্বপ্নের ট্রেন।
এলাকার সচেতন মহলের দাবী, অবিলম্বে পঞ্চগড় থেকে আন্তঃনগর ট্রেন চালু করা হোক। নানা দিক থেকেই পঞ্চগড় জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলায় রয়েছে খনিজ সম্পদ, পাথর, রয়েছে, চায়ের ভাণ্ডার। এই এলাকার সবজি বিশেষ করে টমেটো সারা দেশে সরবরাহ করা হয়। রয়েছে বিশাল পর্যটন সম্ভাবনা।
অন্যদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশের নানা প্রান্তের পর্যটকরা ভারতের দার্জিলিং, নেপাল, ভূটান যেতে পারবেন সহজে। এলাকাবাসী বলছেন, আন্তঃনগর ট্রেন চালু হলে এসব ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে। আন্তঃনগর ট্রেন চালু হলে নিরাপদ ভ্রমণ করার পাশাপাশি পণ্য পরিবহনও সহজ হয়ে যাবে । ফলে জাতীয় অর্থনীতিতে রাজস্ব আয়ও যোগ করবে এই স্টেশনটি ।
আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেছে পঞ্চগড়বাসী। রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ (ঠাকুরগাঁও-পঞ্চগড়) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানবন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী,সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের সাধারণ নাগরিকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা