আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবরের ঘোচাইটেক এলাকার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। ওই নারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, কারা কেন ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম