টেকনাফ সীমান্তে ইয়াবার চালানসহ বিজিবির হাতে ধরা পড়েছেন খোদ কমিউনিটি পুলিশের সভাপতির ছেলে। সাইফুল ইসলাম (২২) নামে ওই পাচারকারী ১৪ হাজার ৯০০ পিস ইয়াবার চালান নিয়ে সোমবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলসহ টেকনাফে হাতেনাতে ধরা পড়েন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ইয়াবা ব্যবসায়ীদের তালিকাভুক্ত সদস্য শিলবনিয়া পাড়া এলাকার জিয়াবূল হাসানের ছেলে মোহাম্মদ হাসান এসময় পালিয়ে যান। পলাতক হাসান আটক হওয়া সাইফুলের মামা।
আটক সাইফুলের বাবা সৈয়দ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশের সভাপতি বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খাঁন জানান, বিজিবির পক্ষ থেকে ইয়াবাপাচারকারীসহ মামলার লিখিত কপি হাতে পেয়েছি। আমিও জানতে পেরেছি বিজিবি সদস্যদের অভিযানের সময় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাসান পালিযে গেছে।
এব্যাপারে সদর কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ হোসেন জানান, আমার ছেলে (সাইফুল) ইয়াবা পাচারে জড়িত নয়। মূলত হাসানের সাথে ছিল আমার ছেলে।
তিনি আরও জানান, ইয়াবা নিয়ে আটক সন্তান সাইফুলের আগামী ৫ মে এইচএসসি পরীক্ষা রয়েছে। সে গত বছর একটি বিষয়ে ফেল করেছিল কারগার থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম