জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়ম বন্ধসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।
এতে বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় সভাপতি হারুন-অর রশিদ তালুকদার, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মামুন খন্দকার ও পিরোজপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা জেলেদের চাল লুটপাট করছে। জেলেদের চাল দিয়ে জনপ্রতিনিধিরা তাদের অনুসারীদের লালন-পালন করায় হতদরিদ্র জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান ও মেম্বারদের দুর্নীতি বন্ধে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ২০০৯-১০ সালের পরিপত্র বাস্তবায়নের দাবী জানান তারা।
জেলেদের দাবীগুলো হচ্ছে খরা মৌসুমসহ অভিযান চলাকালীন সারা দেশের জেলের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, দস্যুদের আক্রমণ কিংবা জলোচ্ছ্বাসে নিহত জেলেদের পরিবারকে দুই লাখ টাকা প্রদান ও মৎস্য বিভাগের ব্যবস্থাপনায় জেলেদের জীবন বীমা চালু, দরিদ্র মৎস্যজীবীদের রক্ষায় অভিযানকালীন প্রতি মাসে ৬০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা করে বরাদ্দ, জেলে সমিতির প্রতিনিধি ছাড়া চাল বিতরণের মাস্টার রোল গ্রহণ না করা এবং সাজার পরিমাণ সর্বোচ্চ ১০ দিন করা। এসব দাবী পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধন শেষে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/ফারজানা