পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে নগরীতে তারানা (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তারানা স্বামী হাবিবুল হকের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে সানি নামের ১৩ বছর বয়সী এক ছেলেও রয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারানার স্বামী হাবিবুল হক বলেন, কি কারণে তারানা আত্মহত্যা করলো বুঝে উঠতে পারছি না। আমাদের মধ্যে তো কোন সমস্যা ছিল না। আমাদের এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রী ঢাকায় থাকে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন