রংপুরের বদরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল হক জাদুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালুপাড়া ইউপির গুটিরডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাদু কালুপাড়া গুটিরডাঙ্গার নুরুল হকের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, সাদুল্যাপুর থানার একটি মামলায় তার দুই বছরের সাজা হয়েছে। এতোদিন সে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম