বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও স্বাধীনতাকে আগামি প্রজন্ম কাছে তুলে ধরতে মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর চিত্র সম্বলিত ৫০ হাজার খাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার মুজিবনগর অম্রকাননে প্রেট্রোবাংলা রুপান্তরিত প্রকৃতিক গ্যাসের পরিচালনা পরিষদের সদস্য এম এ এস ইমন’র উদ্যোগে এ খাতা বিতরণ করা হয়।
খাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেট্রোবাংলা রুপান্তরিত প্রকৃতিক গ্যাসের পরিচালনা পরিষদের সদস্য এম এ এস ইমন, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান হিরা, সাবেক ছাত্র নেতা আতিক স্বপন, মোস্তাফিজুররহমান চন্দন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন