চাঁদার টাকা না দেওয়ায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের সদস্য খরবারু চন্দ্রকে মারধর করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সহিদুল্লাহ। এ ঘটনায় ইউপি সদস্য খরবারু বাদী হয়ে সহিদুল্লাহকে আসামি করে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, নেকমরদ ইউনিয়ন পরিষদের ৯নং ওর্য়াডের সদস্য খরবারু চন্দ্রের কাছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সহিদুল্লাহ বিধবা, বয়স্ক ও মাটির কাটার কার্ড চায়। না হলে প্রতিমাসে ৫ হাজার টাকা দিতে হবে। এতে ইউপি সদস্য কার্ড ও টাকা দিতে অস্বীকৃতি জানালে সফিদুল্লাহ মারপিট শুরু করেন। এতে আহত হলে স্থানীয় লোকজন ইউপি সদস্যকে উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, ইউপি সদস্য এলাকার সহজ সরল মানুষ। এই সহিদুল্লাহ এলাকার বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাকে কেউ চাঁদা না দিলে নানা রকম হুমকি ও মারপিঠের মুখে পড়তে হয়।
ইউপি সদস্য খরবারু চন্দ্র জানান, সহিদুল্লাহ আমার কাছে কয়েকটি বয়স্ক ভাতার কার্ড ও প্রতিমাসে ৫ হাজার টাকা দাবি করলে আমি অস্বীকৃতি জানালে আমাকে বেধরক মারধর করে। এ ঘটনায় থানা মামলা করতে গেলে পুলিশ সহিদুল্লাহের কাছের উৎকোচ গ্রহণ করে প্রথমে মামলা নিতে চায় নি। পরে মামলা রুজু হলেও পুলিশ আসামি গ্রেফতার করছে না।
অভিযুক্ত সহিদুল্লাহের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এলাকায় প্রতিনিধিত্ব করতে হলে ছেলে পেলেদের কিছু খরচ দিতে হয়। তাই মেম্বারের কাছে টাকা চাওয়া হয়েছিল। মারধর তেমন একটা করা হয়নি বলে তিনি জানান।
নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ইউপি সদস্যকে মারধররে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই মারপিটের প্রতিবাদে আন্দোলনে নামবো। আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিকে গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার