দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ী রেলগেটে রাতে বন্ধ থাকা গেট ভেঙে রেল লাইনে আঁচড়ে পড়ে একটি পাথর বোঝাই ট্রাক। এসময় গেটম্যান আব্দুল খালেক (৫৫) ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে সোমবার রাতেই পার্বতীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রেলগেটের দুপাশে অবৈধ স্থাপনা ও রাস্তাটি বাঁক থাকার কারণে দূর থেকে গেটটি দেখা যায় না। ফলে এর আগেও একই স্থানে ৮বার এধরনের দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাজেদ আলী জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে চিলাহাটি-ঢাকা’র মধ্যে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর ট্রেনটি পার্বতীপুর জংশন থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায়। জংশনের অদুরে হলদীবাড়ী রেলগেটের গেটম্যান আব্দুল খালেক গেট বন্ধ করে সংকেত দেয়। এসময় পঞ্চগড় থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৪১৬) গেট ভেঙে রেলগেটের উপর উঠে পড়ে। উত্তেজিত জনতা ট্রাক চালককে আটক করে ট্রাকটি ভাঙচুর করে এবং ট্রাকটিকে তরিৎগতিতে পিছনে সরালে অল্পের জন্য রক্ষা পায় শতশত ট্রেন যাত্রী।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতেই ড্রাইভার আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ের এসএসএই/ওয়ে আব্দুস সালাম বাদি হয়ে মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার