বরিশালের মুলাদী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মনসুর রহমানের একটি পিস্তল ৮ রাউন্ড গুলিসহ চুরি হয়ে গেছে। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও চুরি হওয়া অস্ত্র উদ্ধার কিংবা চোর সনাক্ত করতে পারেনি পুুলিশ। এমনকি গত ৪দিন ধরে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তারা। তবে তাদের চেষ্টা সফল হয়নি। ৪দিন পর আজ মঙ্গলবার পুলিশ কর্মকর্তার অস্ত্র চুরির বিষয়টি জানাজানি হয়ে যায়।
মুলাদী থানা পুলিশের একাধিক সূত্র জানা যায়, থানার এএসআই মনসুর রহমানের নামে একটি ৭.০৬ বোরের পিস্তল ইস্যু রয়েছে। গত পহেলা বৈশাখ দায়িত্ব পালন শেষে তিনি তার পিস্তল ও গুলি থানার মালখানায় জমা না দিয়ে পৌর শহরের হাজী টাওয়ারে তার বাসায় নিজের জিম্মায় রাখেন। ওই দিনের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ৮ রাউন্ড গুলি ভর্তি পিস্তল, নগদ টাকা এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তিনি অস্ত্র ও গুলি চুরির বিষয়টি গোপন রেখে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু গত কয়েকদিনেও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে না পেরে আজ মঙ্গলবার মুলাদী থানার ওসিকে বিষয়টি অবহিত করেন তিনি।
মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, তিনি আজ মঙ্গলবার অস্ত্র চুরির বিষয়টি শুনেছেন। এএসআই মনসুর বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন। পুলিশ চুরি যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একই সাথে এএসআই মনসুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার