টঙ্গী'র ২৫০ শয্যা সরকারি হাসপাতালকে ‘শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার’ নামকরণের দাবিতে মানববন্ধন করেছে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা এগারটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় টঙ্গী থানা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি কেএম নাছিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিন মনি সরকার, মামুন মোল্লা, জয় সরকার, অহিদ মন্ডল, স্বপন, খোকন ও লিটন প্রমুখ।
বক্তরা গাজীপুরের প্রিয় মানুষ সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারের নামে নামকরণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার