ঝিনাইদহ শহরের কলার হাট নামক স্থানে ট্রাকের ধাক্কায় কাকলী খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নূরুন্নাহার নামের আরও এক নারী।
নিহত কাকলী ঝিনাইদহ শহরের আরাপপুর মসজিদ পাড়ার আবেদালী ড্রাইভারের স্ত্রী। আহত নূরুন নাহার একই এলাকার মোফাজ্জেলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে ওই দুই নারী ঝিনাইদহ-যশোর সড়কে হাঁটচ্ছিলেন। পথিমধ্যে কলার হাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদরকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এতে দু’ নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে কাকলীর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করে। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাকলী মারা যান।
ঝিনাইদহ সদর থানার এস.আই মো. বদিউর রহমান জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব