সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্তৃক দুই সাংবাদিক পেটানোর ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে সপ্তাহব্যাপি গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা। একই সাথে তারা শাবি শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি সঞ্জিবন চত্রবর্তী পার্থসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ শামসুল আলম। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুল আলম, অধ্যাপক আবদুল আউয়াল বিশ্বাস, সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা গণস্বাক্ষরে অংশ নেন।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল