বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে এক ভুয়া কাজিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১২টা দিকে মাদারগঞ্জের ফাজিলপুর গ্রামের ছৈয়ব আলীর মেয়ে নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার শিম্পার সাথে তেঘরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ছাবিরুল ইসলামের বিয়ে পড়ানো হচ্ছে এমন খবর পেয়ে মাদারগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে বর ও কনের বাবা-মা পালিয়ে যায়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া কাজি নাইমুল হুদাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মুহম্মদ কামরুজ্জামান তাৎক্ষনিক ভাবে নাইমুল হুদাকে একমাসের কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরিষাবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হুদা আবেদী সনদপ্রাপ্ত কাজি। তার ছেলে নাইমুল হুদা বাবার ভলিয়ুম ও কাগজপত্র নিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় জাল জন্ম সনদ তৈরী করে এলাকায় বাল্যবিয়ে পড়িয়ে আসছিল।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল