পার্বত্য খাগড়াছড়ি ও পার্বত্য রাঙ্গামাটি জেলায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। আজ হরতালের সমর্থনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে পৌর শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন বাঙ্গালী নেতা মাসুম রানা ও মাঈনুদ্দীন। খাগড়াছড়ির মহালছড়িতে মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়।
পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এ প্রতিনিধিকে হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় বুধবার এ হরতাল কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল নিখোঁজের ৩দিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল