বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কারাবন্দি হুমায়ুন কবির সাজুর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
মঙ্গলবার বিকালে বগুড়া শহরের আটাপাড়ার বাসায় সাক্ষাৎ শেষে কারাবন্দী সাজুর পরিবারকে আইনী সহয়তাসহ সার্বিক সহযোগিতার কথা বলেন তিনি। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, জেলজুলুমের শিকার নেতাকর্মীদের পরবর্তীতে অবশ্যই মূল্যায়ন করা হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, জেলা নেতা আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, একেএম তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, এসএম রফিকুল ইসলাম, তৌহিদুল আলম বিটু, জাহিদুল ইসলাম, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল মান্নান, পলাশ, মানিক, ছাত্রদলের শফিক, জেমস প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব