বগুড়া শহরের নিশিন্দারা এলাকার শহিদুল ইসলামের মেয়েকে অপহরণের দায়ে মো. পাপ্পু মিয়াকে (২১) ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পাপ্পু ওই এলাকার মৃত জয়নালের ছেলে।
মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুল মান্নান এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মো. পাপ্পু মিয়া কৌশলে শহিদুল ইসলামের বাড়ি থেকে তার মেয়েকে অপহরণ করেন। ওই ঘটনায় পাপ্পুকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন বাবা শহিদুল। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পাপ্পুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত পাপ্পু আদালতে হাজির ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন অ্যাড. নরেশ মুখার্জি।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল