বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হাবিবা খাতুনকে একই স্কুলের শিক্ষক রবিউল ইসলাম কর্তৃক অশ্লিল প্রস্তাব, গালমন্দ ও মারপিটের অভিযোগে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সোনাতলা উপজেলা চত্ত্বরে মানবন্ধন, বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
শালিখা স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, এলাকাবাসী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনাতলা উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আইয়ুব হোসেন মন্ডল, পৌর কমিশনার নিপুন আনোয়ার কাজল, নির্যাতিত স্কুল শিক্ষিকা হাবিবা বেগম, অভিভাবক শফিউল্লাহ, ইকবাল কবির লেমন প্রমুখ।
বক্তারা স্কুল শিক্ষিকা হাবিবা বেগমের উপর নির্যাতনকারী রবিউল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল