আগামী ২০৩০ সালের মধ্যে বগুড়া জেলাকে ক্যান্সার ও বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণা করার লক্ষে ধুনট উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল অডিটোরিয়াম হলরুমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনে উদ্যোগে ২০৩০ সালের মধ্যে বগুড়া জেলাকে ক্যান্সার ও বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণা করার লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক শাহীন মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল