মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের জন্য ইতোমধ্যে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস হয়েছে। এটাকে আইনে পরিণত করার জন্য আইনমন্ত্রীকে সংসদে বিল উত্থাপন করতে হবে। এটির প্রক্রিয়া চলমান, আমরা আশা করি আগামী অধিবেশনে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের বিলটি আইনে পরিণত হবে।
তিনি বলেন, ইনশাল্লাহ আগামী বিজয় দিবসের আগেই আশা করছি এ আইন সংসদে সর্বসম্মতি ক্রমে পাস হবে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের সফিপুরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাছিম কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার। ভারত সফরে সাফল্যের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে মন্ত্রীকে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল