টঙ্গীর সাতাশ এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, টঙ্গীর সাতাশ তিলারগাতি এলাকায় রয়েল সুজ নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৭/হিমেল