কুমিল্লায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামের দুইজনকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।
ঘটনাস্থল থেকে মুরাদনগর থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশ্রাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।’
এদিকে সংঘর্ষে উভয় গ্রুপের আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে ২জনের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২