গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকার একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী, উত্তরা, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থল গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এরই মধ্যে আগুনে রপ্তানির জন্য প্রস্তুত জুতাসহ জুতা তৈরির উপাদান ও কয়েকটি মেশিন পুড়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে পাঁচ ব্যক্তিসহ হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আরো ১০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, টঙ্গীর সাতাইশ (তিলারগাতি) এলাকায় রয়েল সু অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের নিচতলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতে কারখানায় উৎপাদন চালু ছিল। ওই সময় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর নিরাপদে বাইরে বেরিয়ে যান তারা।
কারখানার মালিক জাকির হোসেন পাটোয়ারি বলেন, আগুনে অনেক কিছুই পুড়ে গেছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারিনি। তবে ধারণা করছি, অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪