ফেনী উপজেলার পৌর শহরের বাজার থেকে ফেনী জেলা জামাতের কর্মপরিষদ সদস্য নূরনবী দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দাগনভূঞা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "জামায়াতের এ নেতার বিরুদ্ধে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে নুর নবী দুলালকে কারাগারে পাঠানো হবে।"
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯