ঢাকা-সিলেট রেল লাইনের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয়ের (১৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া এলাকায় মালবাহী ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল