শেরপুর শহরের চক বাজারের একটি মেস থেকে জঙ্গি সন্দেহে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই ৬ জন শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ছাত্র। তাদের বাড়ি শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। তদন্তের স্বার্থে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
এ সময় শিক্ষার্থীদের কাছে থাকা ২টি ল্যাপটপ ও ২টি কম্পিউটার জব্দ করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ করে তাদের নাম, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। একই সঙ্গে তাদের কাছ থেকে জব্দকৃত ল্যাপটপ ও কম্পিউটার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ