বগুড়ায় আনছার আলী (৪৫) নামের এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এর পুকুরের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সে কাহালু উপজেলার সিন্দুরাইল গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
বগুড়া সদর থানার মালতিনগর ফাঁড়ির টিএসআই সাইদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিক্সা চালকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, আনছার আলী নেশাগ্রস্থ ছিল। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার