বালু দস্যুদের হাত থেকে তিনফসলি জমি রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুন্সীগঞ্জের গজারিয়ার মুক্তিযোদ্ধাসহ ক্ষতিগ্রস্থরা। স্থানীয় বালু দস্যুরা মেঘনা শাখা নদীর কিনারে ড্রেজার বসিয়ে গজারিয়া উপজেলার চারটি গ্রামের কয়েকশ’ কৃষকের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার চরকুমুরিয়া, কদমতলী, বসুরচর ও বৈজ্ঞারচর গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ নদীরপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, বালুদস্যুরা মেঘনার শাখা নদীতে ড্রেজার বসিয়ে চারটি গ্রামের ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে। দিনে মাটি কাটা রোধে গ্রামবাসী পাহারা বসায়। কিন্তু বালুদস্যুরা অস্ত্র নিয়ে রাতে মাটি কাটা শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাদের জাানালেও তারা কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বাপ-দাদার তিনফসলি জমি রাতের আধারে ভূসিদস্যুরা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় কেটে নেয়ায় চারটি গ্রামের শত শত কৃষক পথে বসতে চলেছেন বলে অভিযোগ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ