ময়মনসিংহের ভালুকায় স্কুল ছাত্র-ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে সেচ্ছাসেবী সংগঠন 'আকাঙ্ক্ষা ফাউন্ডেশন'। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে ওই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত এই সংগঠনটি। স্বেচ্ছায় রক্তদানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে রক্তদান, বন্যার্ত ও শীতার্তদের পাশে দাঁড়ানোসহ অসহায় গরীব রুগীদের চিকিৎসা প্রদান করে থাকে তারা।
আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল-হাসানের সভাপতিত্বে ক্যাম্প উদ্ধোধন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক ও ডাকাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতিকুজ্জামান লস্কর। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন ও ডা. মো. নাজমুল হাসান বাপ্পি, সভাপতি মো. রবিউল হাসান বিপ্লব, স্কুলের সহকারী শিক্ষক আনিসুর রহমান, সালমা বেগম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. ফারদিন হুসাইন রোমিও, যুগ্ম সাধারণ-সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন ও মো. মাহিবি হক মাহিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রুহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মো. আনন্দ কবির, সদস্য ফিরুজ আহমেদ স্বাধীন, মাহমুদুল হাসান আকাশ প্রমুখ।