বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে বজ্রপাতে মাছ শিকাররত দুই জেলে নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে তারা মারা যায়। নিহতরা হলো উপজেলার গাগুরিয়া গ্রামের বাদল আকনের ছেলে মো. মারজান (১৬) এবং একই এলাকার মৃত ইমাম খানের ছেলে মো. ইউসুব খান (২৬)। এছাড়া বজ্রপাতে নিহত মারজানের দুই ছোট ভাই ইব্রাহিম ও নিজাম আহত হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আকতারুজ্জামান জানান, দুপুরে একটি মাছ ধরা নৌকায় ওই ৪জন কালাবদর নদীতে জাল ফেলে মাছ ধরছিলো। এ সময় আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ওই দুইজন নিহত ও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখান গিয়ে তাদের লাশ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার গভীর রাতে পাশ্ববর্তী উপজেলা হিজলায় ইটবোঝাই ট্রলারে আকস্মিক বজ্রপাতে বড়জালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইদ্রিস বেপারী এবং মেমানিয়া এলাকার একটি ইটভাটায় বজ্রপাতে শ্রমিক আমিনুর রহমানের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান। আমিনুর সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাসিন্দা।