টঙ্গীর মধুমিতা রোডে ৮তলা ভবন থেকে পড়ে মারিয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা আব্দুল হান্নান জানান, সন্ধ্যা ৬টায় ওই ভবনের ছাদে মারিয়া তার অপর দুই বোন হাবিবা ও মরিয়মের সাথে কানামাছি খেলছিল। এসময় হঠাৎ পা পিছলে মারিয়া ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে টঙ্গী থানার এসআই সিদ্দিকুর রহমান লাশ উদ্ধার করেন। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত মারিয়া স্থানীয় ইকরা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ালেখা করতো। নিহত মারিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। সে মধুমিতা রোডের শাহজালাল তালুকদারের বাড়িতে ভাড়া বাসায় পরিবারের স্বজনদের সাথে বসবাস করে আসছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার