দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক হরিপাড়া নামক স্থানে এবং সকাল ৮টার দিকে ঘোড়াঘাটের টিএন্ডটি-লালমাটিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ভ্যান চালক ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে আঃ ছালাম (৫৫) ও ভ্যান যাত্রী কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে আঃ ছালাম (৬৫) এবং অপরজন হলেন, ভ্যান চালক রবি সরেন।
ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন সড়ক দুর্ঘটনার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের একটি দ্রুতগামি হানিফ কোচ হরিপাড়া পুলিশ বক্সের কাছে একটি আটো ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যান থেকে ছিটকে পরে ঘটনাস্থলে ২জন নিহত, আহত হয় ৩জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় পাওয়া যায় নি।
অপরদিকে সকালে ঘোড়াঘাটের টিএন্ডটি-লালমাটিয়া সড়কে পাথরবাহী ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক রবি সরেন নামে একজন নিহত হয়েছে।