হাওরাঞ্চলের বাঁধ ভেঙ্গে পানিতে ধান তলিয়ে যাওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
নেত্রকোনার সীমান্তবর্তী হাওরাঞ্চল ধর্মপাশা উপজেলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব দ্রুতই তা বাস্তবায়ন হবে। বিভিন্ন এনজিও সংস্থাকেও আগামী এক বছরের মধ্যে কৃষকদেরকে ঋণের জন্য তাগাদা না দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার বিকালে হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি ধর্মপাশা উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন।
এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালেদ মাহমুদ এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন সহ অন্যান্যরা।