ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচির আলোকে সিলেটের বিশ্বনাথে ভিক্ষুক সার্ভে কার্যক্রম সম্পন্নকরণে লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে এতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নুর উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন,
দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সিনিয়র সদস্য এটিএম আব্বাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা।