গাইবান্ধার সাদুল্লাপুরে এক নারী ও তার মেয়ের শরীরের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া এই এসিডে তাদের দু'জনেরই শরীর ঝলসে গেছে। এসিডদগ্ধরা হলেন ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৭) এবং তার মেয়ে সুমি আকতার (২৩)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্লা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তারা দুজন এখন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দগ্ধ রশিদা বেগম জানান, রাতে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। সেখান থেকে ঘরে ফেরার পথে কে বা কারা তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে মারে।
মেডিকেল অফিসার ডা. সজিব কুমার জানান, এসিডে মা রশিদা বেগমের শরীরের ১০ ভাগ এবং মেয়ে সুমীর চার ভাগ ঝলসে গেছে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মা-মেয়ের উপর এডিস নিক্ষেপ করতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০