পিরোজপুরে আগুনে পুড়লো ইলেকট্রনিক্সের দোকান, ফার্নিচার তৈরির কারখানা, বসতঘর, চায়ের দোকানসহ কয়েকটি স্থাপনা। শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার সময় অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু এরইমধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলা এবং বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। শহরে পানির সমস্যা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ