'রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও সুন্দরবনের জীব বৈচিত্র্যের উপর প্রভাব' শীর্ষক গোল-টেবিল আলোচনার আয়োজন করা হয়েছে। সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সিরডাপ অডিটোরিয়ামে এই গোল-টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোঃ ইব্রহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বিপ্লবী ওয়াকার্স পাটি সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, প্রকৌশলী বি ডি রহমতুল্লাহ, বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, সাংবাদিক তোশাররফ আলী ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল