স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হেফাজতের সাথে আওয়ামী লীগের কোন গোপন আঁতাত নেই। কওমী মাদরাসার স্বীকৃতি দেয়া হয়েছে। বিএনপি কওমী স্বীকৃতির উদ্যোগ নিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা জন দাবির প্রেক্ষিতে তাদেরকে স্বীকৃতি দিয়েছি।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, হেফাজতের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই, হেফাজতের দর্শনের সাথে আওয়ামী লীগের দর্শনের মিল নেই। তাদের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠেনা।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের মন জয় করে আওয়ামীলীগ নির্বাচনে যাচ্ছে এবং অবশ্যই আগামী নির্বাচনে বিজয়ী হবে।
এর আগে মত বিনিময় সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিডি ডাঃ বাকির হোসেন, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহিন হাসান। এসময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল