রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তফা শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা ওই গ্রামের মৃত খালেক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে টিনের ঘরের চালে পেঁয়াজ পাড়ার জন্য ওঠেন মোস্তফা। কিন্তু আগে থেকেই ওই চালায় বিদ্যুতায়িত হয়ে থাকায় ওঠার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্বজনরা মোস্তফাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল