কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্বগ্রাম বেড়ি বাঁধ এলাকা থেকে জামাল উদ্দিন ((৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
জামাল উদ্দিন কটিয়াদী উপজেলার মামুদপুর গ্রামের মামুদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার ধান কাটার জন্য তিনি নিকলীর পূর্বগ্রামে এসেছিলেন। ঐদিন সন্ধ্যায় ঝড়ের সময় তিনি নিখোঁজ হন। আজ রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল