নোয়াখালীর সেনবাগ উপজেলায় দলীয় বৈঠক চলাকালে শিবিরের উপজেলা দক্ষিণ সভাপতিসহ ৯ জন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফকিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। আজ সকালে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সেনবাগ উপজেলার দক্ষিণ অঞ্চলের শিবির সভাপতি তাজুল ইসলাম রাকিব, মাসুদ আলম, জেলা শিবিরের মানবসম্পদ সম্পাদক রিয়াজ উদ্দিন, দাউদুল ইসলাম, ইসমাইল হোসেন, সজিব, আকাশ ও মোয়াজ্জম হোসেন।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/হিমেল